ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

আল-জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি বুধবার

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের ওপর বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে শুনানির সময় ধার্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিকালে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।


গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচারিত হয় আলজাজিরায়। তথ্যচিত্রটি ইউটিউব, ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম থেকে অপসারণের নির্দেশনা চেয়ে সোমবার রিট আবেদনটি করেন আইনজীবী এনামুল কবির। 


রিটটি হাইকোর্টের ওই বেঞ্চে আবেদনপত্র হিসেবে আজ মঙ্গলবারের নিয়মিত কার্যতালিকার ৫২৪ নম্বর ক্রমিকে ছিল।

আইনজীবী এনামুল কবির গণমাধ্যমকে বলেছেন, আজ বিকালে বিষয়টি শুনানির জন্য উঠলে আদালত আগামীকাল বুধবার বেলা ১১টায় শুনানির সময় নির্ধারণ করেন।

ads

Our Facebook Page